Sunday, January 29, 2012

প্রাণ


একটু প্রাণ দিতে চাই আমি -
সেইসব নক্ষত্রদের যারা চিরকাল
নিজেদের জ্বালিয়ে গেল প্রাণহীন
কিছু গ্রহদের সাথী করে খেলার আশায়।
আমার একটু প্রাণ পেলে হয়তো
নর্তকীদের ভাস্কর্যগুলো নিজেদের
দেহভঙ্গিমা পরিবর্তন করতে পারত।
একটু প্রাণ পারত ঝরে যাবার আগে
অনাঘ্রাত ফুলের শেষ আক্ষেপটুকু
মুছে ফেলতে। যে নিমডাল
আর একটা নতুন চারাগাছের জন্ম
দিত, আমার একটু প্রাণ পেলে
তাকে হয়তো আর দাঁতন হতে হত না।
তাদের সবাইকে প্রাণ দিতে চাই আমি
শুধু একটু প্রাণ রাখতে চাই নিজের জন্য
যখন বিশ্বে সব প্রাণ নিঃশেষিত হয়ে যাবে,
তখন একাকী ঈশ্বরকে সঙ্গ দেবার জন্য।

No comments:

Post a Comment