Saturday, December 31, 2011

ঋণাত্মক মনন


অবসাদ, অপরিসীম অবসাদ।
হৃদয়ভার অক্ষিপল্লবে ভর করে।
ঊষার আলো গোধূলি মনে হয়।
শীতকালীন তাপসংগ্রহ আজকাল
বিলাসিতা বলে ভ্রম হয়।
ছেঁড়া পাল আর ভাঙা হালের
নৌকার দিক ঠিক রাখতে
হাওয়া আর জল হিমসিম খায়।
প্রবহমান স্থির তড়িতের আনুকূল্যে
দেওয়ালটা ভুষো কালি মাখা।
প্রতিবিম্বের ঔজ্জ্বল্য অন্ধকার
আরও গাঢ় করে তোলে।
আরও একটা শ্বাস শেষ হয়।

No comments:

Post a Comment