কাঁচের পুতুল
প্রতিসরণ আর প্রতিফলনেই ব্যস্ত
তিনটে হাত চক্রাকার পথে
ঘুরে চলে নিয়ত
শব্দ আর ছবিরা জাল বোনে
তাদের হাতিয়ার করে
পুতুল পুতুলে চলে
মাৎস্যান্যায়
নিজেকে জোড়ার কষ্টের চেয়ে
অন্যকে ভাঙার আনন্দ
তাৎক্ষণিকভাবে ভুলিয়ে দেয়
বোকাদের স্বর্গরাজ্য
উপাদান এক হলেও
আকারে প্রকারে বোঝায়
নিজের মাহাত্ম্য
স্বচ্ছতা এখন লজ্জা
সংস্কার পিছনে মেখে
সং সেজে ঘুরে বেড়ায়
নীতিকে অস্বীকার করে
অনিয়মের রাজ্য স্থাপনা করে
অশ্বমেধ ঘোড়ার দৌড়ের চোটে
বাকিরা হয় গাধা
অন্যদের যে রঙে রাঙায়
সে রঙ তৈরী করেনি সে
কোনওদিন
অন্যের কাঁধে পা
আর নিজের হাতে আকাশ
আলো তো সবখানেই
ওপরে হয়তো উত্তাপ বেশী
নাকি রামধনু তৈরীর বাসনা
মাটি ছাড়লে উচ্চতার ভয়
কুরে কুরে খায়
আলো নিভলে যখন
রামধনুও শেষ হয়
তখন চেতনা জাগরিত হয়
অথবা কে জানে
কলসী-ভাঙা আকাশ
কি আর মাটির
গুণাগুণ বিচার করে
No comments:
Post a Comment