Sunday, January 1, 2012

চক্রবৎ পরিবর্তন্তে


অবস্থা পরিবর্তনের শেষ মূহুর্তে
চেতনা সংজ্ঞা হারায়,
অথবা অস্তিত্ব। অবাক লাগে,
শূন্য স্মৃতিশক্তি নিয়েও
পরমাণুরা কেমন কাজ করে।
পঞ্চভূত প্রতিদ্বন্দী হয়েও
সৃষ্টির মূর্চ্ছনায় সামগান।
জ্বরাক্রান্ত বৃক্ষ অনিচ্ছায় স্নাত।
হালখাতার আশায়
প্রতিটি পৃথ্বীকণা চাতক।
চোখে পড়ে, তাই মনে আসে
চেনা চৌকাঠে হোঁচটের আক্ষেপ।

No comments:

Post a Comment