Sunday, December 25, 2011

তাচ্ছিল্যর তার ছিঁড়ল


হেসো না তুমি আমার দিকে তাকিয়ে
উপেক্ষা আর তাচ্ছিল্য মিশিয়ে,
ভেঙচিয়ো না মুখটা অমন বাঁকিয়ে,
কী সুখ পাবে অন্যের মন বিষিয়ে?

তোমরা যা পারো আমিও তা পারি করতে
রান্না করেও চুল বাঁধে এলোকেশী,
তোমরা যা গড় আমিও তা পারি গড়তে
হয়তো একটু সময় লাগবে বেশী।


অন্যের চেয়ে নিজেকে হারাতে নেই ক্ষতি,
স্পর্শ করুক কায়া তব শিরোচ্ছায়া।
ঈশ্বরঃ সর্ব্বভূতানাং হৃদ্দেশেহর্জ্জুন তিষ্ঠতি।
ভ্রাময়ন্‌ সর্ব্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া।।

No comments:

Post a Comment