রাতের অজ্ঞানতা-শেষের আলো -
সম্মার্জনীর কৃপায় ধূসর দৃশ্যে
মার্জিত পদক্ষেপ – প্রারম্ভ যার
ব্রাহ্মমূহুর্তের উদাত্ত প্রণবধ্বনির সাথে।
নিত্যকর্মের কোলাহলে প্রাবল্য হারিয়েও
বিরত হয়নি শান্তির বাণী উচ্চারণ।
সঙ্ঘচ্ছায়া পরিত্যাগীর
কালস্রোতে সন্তরণের অবলম্বন
চীরখণ্ড, ভিক্ষাপাত্র আর যষ্টি।
করুণাময় দৃষ্টি নিবদ্ধ সুদূর গন্তব্যে –
অনেকটা পথ আজও বাকি।
মার এসেছে -
প্রতিবন্ধকতার শব্দরূপ
মধ্যরাতে বুভুক্ষু কুকুরের ক্ষীণ,
অথবা সহযাত্রীর আর্তস্বর।
তরুমূলে নিবিড় একদণ্ড বিশ্রাম
জাগিয়েছে লোভ, শ্রান্তি, বিভ্রম।
ক্লান্ত চোখ মাইলফলকে খোঁজে
শতবর্ষাতেও অম্লান শিলালিপি –
শ্লথ, অপসৃয়মান ছায়া শান্তি দেয়
স্থিরঘুমে জেগে থাকা স্বপ্নকে।
পথপাশে একদল স্থাবর মানুষ -
যাদের চোখ জিজ্ঞাসায় নীরব।
কবে থামবে শ্রমণ? তোমার চোখে
বালুঘড়িতে মুক্তোকণার দীপ্তি -
উত্তরীয়ের রঙ যবে
গৈরিক চাঁদের সাথে মিলে যাবে।
সম্মার্জনীর কৃপায় ধূসর দৃশ্যে
মার্জিত পদক্ষেপ – প্রারম্ভ যার
ব্রাহ্মমূহুর্তের উদাত্ত প্রণবধ্বনির সাথে।
নিত্যকর্মের কোলাহলে প্রাবল্য হারিয়েও
বিরত হয়নি শান্তির বাণী উচ্চারণ।
সঙ্ঘচ্ছায়া পরিত্যাগীর
কালস্রোতে সন্তরণের অবলম্বন
চীরখণ্ড, ভিক্ষাপাত্র আর যষ্টি।
করুণাময় দৃষ্টি নিবদ্ধ সুদূর গন্তব্যে –
অনেকটা পথ আজও বাকি।
মার এসেছে -
প্রতিবন্ধকতার শব্দরূপ
মধ্যরাতে বুভুক্ষু কুকুরের ক্ষীণ,
অথবা সহযাত্রীর আর্তস্বর।
তরুমূলে নিবিড় একদণ্ড বিশ্রাম
জাগিয়েছে লোভ, শ্রান্তি, বিভ্রম।
ক্লান্ত চোখ মাইলফলকে খোঁজে
শতবর্ষাতেও অম্লান শিলালিপি –
শ্লথ, অপসৃয়মান ছায়া শান্তি দেয়
স্থিরঘুমে জেগে থাকা স্বপ্নকে।
পথপাশে একদল স্থাবর মানুষ -
যাদের চোখ জিজ্ঞাসায় নীরব।
কবে থামবে শ্রমণ? তোমার চোখে
বালুঘড়িতে মুক্তোকণার দীপ্তি -
উত্তরীয়ের রঙ যবে
গৈরিক চাঁদের সাথে মিলে যাবে।
No comments:
Post a Comment