Wednesday, November 23, 2011

হাল্কা শীতের সকাল

ফোকলা ঘরে একলা শুয়ে কম্বলেতে ঢাকি,
পর্দাঢাকা জানলা দিয়ে কিচিরমিচির পাখি।
ব্যোমকে যাওয়া সিলিং থেকে থমকে যাওয়া ফ্যান
বলছে আমায়, ঠাণ্ডা হাওয়ায় আছিস শুয়ে ক্যান?
জোয়ানপাচক, অম্লনাশক টেবিল ’পরে রাখা
মুচকি হেসে বলছে কেশে, খাবি আরও? খা খা!
অ্যালার্ম-ঘড়ি করছে চুরি সেকেণ্ডগুলো ঝেড়ে
ভাবছে কখন বাজব আমি, উঠবে ব্যাটা নড়ে।
আবছাভাবে গামছাখানা ঝুলছে দড়ি থেকে,
টয়লেটে যা, এখন ফাঁকা, বলছে হেঁকে হেঁকে।
দাঁতের মাজন গাইছে গাজন উঁচুতে গলা তুলে,
কোথায় গেলি দাঁতের বুরুশ, গেলি কি মোরে ভুলে
মুখখানি ধুয়ে, চোখদুটি থুয়ে, চিরুণির তল্লাশ
জুতো মোজা গলিয়ে সোজা মেসে প্রাতরাশ।
দিনটি হল শুরু এখন, অনেক আছে বাকি,
মিলিয়ে ছন্দ ফেললাম লিখে সকালের টুকিটাকি।

No comments:

Post a Comment