এমন না হলে কেমনি হতাম
তাই মাঝে মাঝে ভাবি,
ইচ্ছে শোনে মনের কথা
আর স্বপ্ন খায় খাবি।
হয়তো হতাম ছোট্ট চারা
বুড়ো বটের ছায়ে,
টিমটিমে এক কুপি হতাম
মাঝির সাথে নায়ে।
হয়তো হঠাৎ খুঁজে পেতাম
নিজেরে কোন গাঁয়ে,
লাল মাটি এক রাস্তা হতাম
সদর ফেলে বাঁয়ে।
কে বা জানে পাখি হতাম
সকাল থেকে সাঁঝে,
মেলে ডানা হারিয়ে যেতাম
আকাশ নীল মাঝে।
মাচার ওপর কুমড়ো ফুলে
হয়তো আমায় পেতে,
হাল চালানো গরু হতেম
চাষির সাথে ক্ষেতে।
স্বপ্ন দেখি হয়েছি আমি
রাইফেলের গুলি,
লক্ষ্য কোথায় জানি নেকো
হৃদয় নাকি খুলি।
No comments:
Post a Comment