Saturday, December 31, 2011

ঋণাত্মক মনন


অবসাদ, অপরিসীম অবসাদ।
হৃদয়ভার অক্ষিপল্লবে ভর করে।
ঊষার আলো গোধূলি মনে হয়।
শীতকালীন তাপসংগ্রহ আজকাল
বিলাসিতা বলে ভ্রম হয়।
ছেঁড়া পাল আর ভাঙা হালের
নৌকার দিক ঠিক রাখতে
হাওয়া আর জল হিমসিম খায়।
প্রবহমান স্থির তড়িতের আনুকূল্যে
দেওয়ালটা ভুষো কালি মাখা।
প্রতিবিম্বের ঔজ্জ্বল্য অন্ধকার
আরও গাঢ় করে তোলে।
আরও একটা শ্বাস শেষ হয়।

Monday, December 26, 2011

ইচ্ছে


এমন না হলে কেমনি হতাম
তাই মাঝে মাঝে ভাবি,
ইচ্ছে শোনে মনের কথা
আর স্বপ্ন খায় খাবি।

হয়তো হতাম ছোট্ট চারা
বুড়ো বটের ছায়ে,
টিমটিমে এক কুপি হতাম
মাঝির সাথে নায়ে।

হয়তো হঠাৎ খুঁজে পেতাম
নিজেরে কোন গাঁয়ে,
লাল মাটি এক রাস্তা হতাম
সদর ফেলে বাঁয়ে।

কে বা জানে পাখি হতাম
সকাল থেকে সাঁঝে,
মেলে ডানা হারিয়ে যেতাম
আকাশ নীল মাঝে।

মাচার ওপর কুমড়ো ফুলে
হয়তো আমায় পেতে,
হাল চালানো গরু হতেম
চাষির সাথে ক্ষেতে।

স্বপ্ন দেখি হয়েছি আমি
রাইফেলের গুলি,
লক্ষ্য কোথায় জানি নেকো
হৃদয় নাকি খুলি।

Sunday, December 25, 2011

তাচ্ছিল্যর তার ছিঁড়ল


হেসো না তুমি আমার দিকে তাকিয়ে
উপেক্ষা আর তাচ্ছিল্য মিশিয়ে,
ভেঙচিয়ো না মুখটা অমন বাঁকিয়ে,
কী সুখ পাবে অন্যের মন বিষিয়ে?

তোমরা যা পারো আমিও তা পারি করতে
রান্না করেও চুল বাঁধে এলোকেশী,
তোমরা যা গড় আমিও তা পারি গড়তে
হয়তো একটু সময় লাগবে বেশী।


অন্যের চেয়ে নিজেকে হারাতে নেই ক্ষতি,
স্পর্শ করুক কায়া তব শিরোচ্ছায়া।
ঈশ্বরঃ সর্ব্বভূতানাং হৃদ্দেশেহর্জ্জুন তিষ্ঠতি।
ভ্রাময়ন্‌ সর্ব্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া।।