চাঁদের আলোয় গ্রিলের নকশায়
পায়ের মাপ মেলানো,
বিকেল আর সন্ধ্যের সন্ধিক্ষণে
মুষলধারে বৃষ্টি আর
বন্ধ কোলাপসিবলের পিছনে
হিচককের শিরশিরানি,
বারান্দায় তক্তোপোষে
রাতে খাওয়ার পর
মায়ের মুখে ডাকাত পড়ার গল্প,
সাইকেলের চাকার হঠাৎ
থেমে যাওয়া শুনে
বাবার ফেরার ইঙ্গিত,
বাগানে আমগাছগুলোকে
বন্ধু ভেবে খেলা,
আলুক্ষেতের পাশে
ইঁট আর নারকেল পাতার
কাণ্ড দিয়ে বানানো বেঞ্চে
সারা দুপুর কাটানো,
চালচিত্রে এই কোলাজ
অবয়বকে আরও স্পষ্ট করে।