আকাশভরা আলো যখন
জল হয়ে ঝড়ে
তখন তুমি আসো।
আমি বয়ে যাই যবে
সময় দাঁড়িয়ে হাসে
তখন তুমি আসো।
একটা কি সুর গুনগুনিয়ে
কানে যখন বাজে
তখন তুমি আসো।
ছবি আঁকার তুলি যখন
রঙ ছুঁয়ে হাসে
তখন তুমি আসো।
বলটা যখন মাঠ ছেড়ে
নদীর জলে ভাসে
তখন তুমি আসো।
সাঁঝের বেলা তুলসীতলায়
দীপ যখন জ্বলে
তখন তুমি আসো।
ভাতের পরে পাড়া ঘুমোয়
লেপটা গায়ে টেনে
তখন তুমি আসো।
মনটা যখন আমায় ছেড়ে
যায় দূরে চলে
তখন তুমি আসো।